দিয়াবাড়ি কাজী অফিস (৫৩ নংওয়ার্ড ,ঢাকা সিটি করপোরেশন উত্তর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সরাসরি অনুমোদিত (নিয়োগপ্রাপ্ত) বিবাহ ও তালাক রেজিষ্ট্রি অফিস । বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ এখান থেকে তাদের বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করতে পারেন ।
শরীয়া ও পারিবারিক আইন, তথ্য, নলেজ এবং টেকনোলজি ব্যবহারে এই কাজী অফিসের সুনাম দীর্ঘদিনের । দিয়াবাড়ি কাজী অফিসের অনলাইন ও ফ্রি কনসালটেশন সার্ভিস একটি জনপ্রিয় সেবা হিসেবে ইতোমধ্যে জনসাধারণের নিকট প্রসিদ্ধি লাভ করেছে । kazi office Bangladesh নামে এর একটি facebook page এবং website-এ সমৃদ্ধ একটি নিউজ বুলেটিন (ব্লগ) রয়েছে । এখান থেকে বিয়ে-তালাক সংক্রান্ত যাবতীয় পরামর্শ ও আইনী ব্যাখ্যা পেয়ে উপকৃত হচ্ছেন দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণ ।
বিদেশে ভ্রমন,সেটেলমেন্ট এবং সিটিজেনশীপের জন্য আইন ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ বিদেশী এম্বাসীগুলোর নির্দেশনা অনুযায়ী অসংখ্য ম্যারেজ এবং ডিভোর্স সার্টিফিকেট প্রদান করে আমরা প্রতিনিয়ত অগণিত প্রবাসীভাই-বোনদের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি ।
দেশে এবং বিদেশে আইন ব্যবসায় নিয়োজিত (সিটিজেন ও ফ্যামেলী আইন প্রাকটিশনার ) আইনজীবী এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশী দূতাবাসগুলোর নিকট দিয়াবাড়ি কাজী অফিস একটি দক্ষ ও নলেজ বেইজড রেজিষ্ট্রি অফিস হিসেবে পরিচিত ।এসব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য, আন্তরিক রিসেপশন, পেশাগত দক্ষতা এবং লাগসই প্রযুক্তির ব্যবহারে দিয়াবাড়ি কাজী অফিস আধুনিকতার প্রশ্নে উত্তীর্ণ একটি রেজিষ্ট্রি অফিস।
আমাদের প্রদত্ত নির্ভুল এবং সঠিক পদ্ধতির ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট যাচাই ( verify) করতে এসে বিদেশী এম্বাসীগুলোর প্রতিনিধিগণ ভাষাগত করেসপন্ডেন্সেও দারুন স্বাচ্ছন্দবোধ করেন ।
দিয়াবাড়ি কাজী অফিস রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার একযুগান্তকারী লোকেশনে অবস্থিত । মেট্রোরেলের মেইনষ্টেশন (ডিপো), রাইদা, বিআরটিসি ,গ্রীনঢাকা এবং শতাব্দীর মতো এসিবাসগুলোর যাত্রাস্থল (মেইনস্টপেজ) রয়েছে দিয়াবাড়ি কাজী অফিসের নিকট আঙ্গিনায় ।তাই ঢাকার যে কোন লোকেশন থেকে উত্তরার দিয়াবাড়ির যোগাযোগ ব্যবস্থা নির্ঞ্জনজাট, স্বল্প সময়ের, আরামদায়ক ভ্রমনের এবং পাশাপাশি রয়েছে বিনোদনের এক মনোরম পরিবেশ । তাছাড়া হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরও এর নাগালের মধ্যে অবস্থিত ।
দিয়াবাড়ি কাজী অফিস কার্যালয়
কাজী অফিসের প্বার্শ পরিবেশে রয়েছে দিয়াবাড়ির কাশবন খ্যাত উত্তরা থার্ড ফেজ ,স্বচ্ছ পানির লেক, রংধনু ব্রীজ , প্রিয়াঙ্কা কালচারাল সেন্টার (স্যুটিংস্পট),বিমানবন্দরে বিমান উঠা-নামার রোমান্সকর দৃশ্য, রিফ্রেশমেন্ট পয়েন্ট, নর্থ পয়েন্ট রিসোর্ট, ফ্যান্টাসী আইল্যান্ড( এ্যামিউজমেনট পার্ক) এবং সৌরভ গাঙ্গুলীর হেলিকপ্টার এ্যাডের রুপায়ন সিটি । এই রুপায়ন সিটির খালপাড় গেটেই দিয়াবাড়ি কাজী অফিস । অর্থাৎ হাউজবিল্ডিং এর নর্থ টাওয়ার-মাস্কাট প্লাজার সামনের রাস্তা ধরে পশ্চিম মাথায় ।
দিয়া বাড়ি কাশবন
দিয়া বাড়ি কাজী অফিসের অদূরে রূপায়ন সিটি
Fantasy Island, Diabari
দিয়াবাড়ি কাজী অফিসের অদূরে বিমানবন্দরে বিমান উঠা-নামার রোমান্সকর দৃশ্য
সহজ যোগাযোগ ব্যবস্থা ,বিনোদনমূলক পরিবেশ এবং সুবিধাজনক অবস্থানের কারণে দিয়াবাড়ি কাজী অফিস উত্তরা, নিকুঞ্জ, খিলক্ষেত, বসুন্ধরা, বারিধারা ও মিরপুর ডি ও এইচএস এবং টঙ্গী-আশুলিয়ার মানুষের কাছে একটি প্রিয় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান তাদের কাছে দিয়াবাড়ি কাজী অফিস, কাজী অফিস বিডি,কাজী অফিস উত্তরা এবং খালপাড় কাজী অফিস নামেও সমভাবে পরিচিত ।
Kazioffice-bd বা দিয়াবাড়ি কাজী অফিসের ব্লগে নিয়মিত চোখ রাখলে আপনি পাবেন বিয়ে-তালাক সংক্রান্ত অনেক আইনী প্রবন্ধ এবং এর আনুসঙ্গিক প্রশ্নোত্তর যা বিয়ে-তালাক সংক্রান্ত জটিল মাছয়ালার আইনী ব্যাখ্যার ব্যাপারে আপনার উৎসুখ মনের খোরাক যোগাবে ।
অনেক সময় অগ্নি দূর্ঘটনা ,অধিক্ষেত্রের পরিবর্তন এবং রেজিষ্ট্রারের মৃত্যু জনিত কারণে বিয়ে-তালাকের নথি-পত্রের মিসিং হতে পারে। এসব সমস্যা সমাধানের জন্য আমাদের রয়েছে শক্তিশালী Data Management এবং Back up System । ফলে প্রয়োজনের সময় search দিলেই বেরিয়ে আসবে আপনার বিয়ে-তালাকের যাবতীয় তথ্য ও দলিলপত্র ।অতএব দিয়াবাড়ি কাজী অফিস সর্বদা সহযোগী মনে আপনার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান।
১. বরের বয়স ২১ বছর হতে হবে ।
২. কনের বয়স ১৮ বছর হতে হবে।
৩. বয়স এবং ঠিকানা যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (NID)/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন/এস এস সি পরিক্ষার রেজিঃ কার্ড এর যে কোন একটির ফটোকপি। (জন্মনিবন্ধন ও রেজিঃ এর ক্ষেত্রে ছবি লাগবে)।
৪. দু’জন স্বাক্ষী (মুসলমান হতে হবে)।